টিয়েন্স(তিয়ানশি) TIENS সম্পর্কে প্রাথমিক ধারণা
Source: facebook
তিয়ানশি’র সূচনা: ‘SHI’ অর্থ সিংহ। শতাব্দীর পর শতাব্দী জুড়ে Cangzhou শহরটি বিখ্যাত ছিল
তার প্রাচীন লৌহ নির্মিত সিংহের ভাস্কর্যটির জন্যে, যা শহরটির প্রতীক হয়ে
দাঁড়িয়েছিল এবং শহরটির ডাক নাম দেয়া হয়েছিল ‘সিংহ নগরী’। এই ‘সিংহ নগরীর’
সন্তান টিয়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট Mr. Li Jinyuan এখান
থেকেই সিংহ শব্দটিকে গ্রহণ করেছিলেন। সিংহ শব্দটি উপস্থাপন করে ঘুমন্ত
সিংহ, জাগ্রত সিংহ, সিংহ শাবক ইত্যাদিকে।
Mr. Li Jinyuan ১৯৯৩ সালে
Tianjin আসেন তার ব্যবসা শুরু করার জন্য। তিয়ান্ অর্থ স্বর্গ যা দ্বারা
স্বর্গীয় ইচ্ছা, নৈসর্গীক অবস্থান ও জনপ্রিয়তা বোঝানো যেতে পারে। তাই
কোম্পানীটির নাম রাখা হয়েছিল তিয়ানশি (স্বর্গীয় সিংহ)। আজ যার পরিচিতি
সারা বিশ্ব জুড়ে টিয়েন্স হিসেবে।
আমাদের ব্যবসায়িক দর্শন হলো মানব
স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সমাজে অবদান রাখা। তাই আমাদের ব্যবসায়িক
সংস্কৃতি আমাদের সকল ব্যবসায়িক অংশীদার, সহকর্মী, পরিবেশক ও কর্মীগণকে
সুসংগত শিক্ষা প্রদান করা যাতে তারা মানব স্বাস্থ্য, দৃঢ় বিশ্বাস, আশা,
সফলতা ও সম্পদ উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে পারেন, মানব
স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে সমাজে অবদান রাখার মূলমন্ত্রকে ধারণ করেন।
আমাদের ব্যবসায়িক শ্লোগান: “Together we share and lets fly together”
Source: facebook
তিয়ানশি বাংলাদেশ কোং লিমিটেড
বিশ্বের সর্ববৃহৎ Direct Selling Marketing প্রতিষ্ঠান- যা বিশ্বের ২২০টি’র ও বেশি দেশে সফলভাবে মানব কল্যাণে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিদিন, প্রতিমুহূর্তেই গড়ে উঠছে নিত্য নতুন হেলথ কেয়ার সাপোর্ট সেন্টার এবং জ্যামিতিক হারে বাড়ছে এর Independent Distributor. স্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি-সম্পদ গড়ে দেয় তিয়ানশি। “প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়”॥
ABOUT TIENS | ||||||||||
Tiens Group Co. Ltd (hereby shortened as Tiens Group), founded in 1995
by Mr. Li Jinyuan in Tianjin China, began its march into the
international market in 1997. Today Tiens Group has become a
multinational conglomerate in fields like bio-tech, education, retail,
tourism, finance, international trade and e-business, etc. And with its
business reaching over 190 countries, Tiens Group has set up branches in
110 countries & regions and has established strategic alliances
with top-rank enterprises from many countries.
|
nice writing about tiens
ReplyDelete